রাম গরুর ছানা
বহু শুনছি বকবকানি
চাটামখোরের কথা,
তামশা দেখা বলে সে কি
করলাম নিরবতা।
ক জানে না খ লিখতে চায়
গ লিখেছেন ভুল,
একদিন নিজের গোনতে গেছে
নিজের মাথার চুল।
পরের মাথার চুল দেখে তার
নিজে উঠতে আতকে,
আসলে সে কলম ধরে বয়ান দিচ্ছে
স্বভাব যায় নি জাতকে।
আসলে সে শিক্ষা দীক্ষা
রাম গরুর ছানা,
যা পারে না নিজের জন্য
পরের জন্য থাকে কেবল কানা।
Subscribe
Login
0 Comments
Oldest