হারিয়ে গেছি
হারিয়ে গেছি- রুদ্র কাওসার
তুমি নামের এক বৃক্ষের বীজ,বপন করেছিলাম হৃদপিণ্ডের জমিনে,সেই কবেকার চৈত্রের সকালে,একদল হৃদয় খননকারী এসে,স্বপ্নের বীজ রেখেছিলো গোপনে,আমার বুকের ঠিক বাঁ পাশে,যেখানে হৃৎপিন্ড স্পন্দিত হয়,ঠিক সেই বদ্ধ প্রান্তরে,বাসা বেঁধেছিলে রাতের নিস্তব্ধতায়!হৃদয়ের র্নিজন ফুল হয়ে,সৌরভ ছড়িয়ে ছিলে মরুদ্বীপের,অন্তহীন পথে প্রান্তের ধুলায়!অনুভবে মিশে ছিলে অস্তিত্বের,গভীর থেকে আরও গভীরে!আজন্ম কালের সহযাত্রী হয়ে,আমরা ছিলাম অভিন্ন সত্তায়,ভেসে ছিলাম মনগঙ্গার জলে!কত প্রেম কত আবেগের,পশরা সাজিয়ে কোন এক,হেমন্তের দুপুরে হারিয়ে গিয়োছিলাম,দুরের ওই হিমালয়ের নির্ঝরে,স্নান শেষে ফেরা হয়নি আর,আমার হৃদয় মন্দিরের আসনে,নতুন জীবনের ঘোর আকুলতায়,তোমার মনের সুনীল আকাশে,আছন্ন তিমির মেঘের ঘনঘটা!হটাৎ এক কাল বৈশাখীর,তান্ডবে মুছে গেছে আশার,প্রদীপের শেষ রশ্মির ছায়াটুকু!হারিয়ে গেছি অন্ধকারের গহ্বরে,হারিয়ে গেছি তিমির নিরদের,সুক্ষ্ম জলবিন্দু’র আরও গভীরে!