প্রাণে দিলে দোলা

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

সেই
তুমি এলে
কুহেলির পরশ নিয়ে
প্রণয়ের স্নিগ্ধ মাধুরী ঢেলে,
আমার শূন্য ঘরের দখিন দুয়ারে;
পায়ের নূপুরের ছন্দে, বিহঙ্গিনী ডানা মেলে।

প্রাণে
দিলে দোলা
মৃদঙ্গের প্রণয়ী সুরে
আমি যেনো আজ আত্মভোলা,
অন্দরে আমার ময়ূর মেলেছে পেখম;
শিরায় শিরায় নৃত্যের তালে নৃত্যময়ীর চলা।

এতো
যে মুগ্ধতা
এতো ভালো লাগা
বুঝিনি আগে প্রণয়ের বিশালতা,
যেনো ছুটন্ত ঝরনার অবিরাম জলধারা;
অর্ণবের ঢেউ বালুচরে আছড়ে পড়ার ব্যাকুলতা।

ছড়ালে
জ্যোৎস্না বিলাসী
যখনই দিলে তোমার
রঞ্জিত অধরের মধুর হাসি,
প্রায় অচেতন আমার উত্তাল হৃদয়;
যখন তুমি বললে, ‘আমি তোমাকে ভালোবাসি’।

0

Publication author

1
জন্ম ২০শে আগস্ট ১৯৭৪ সালে বাংলাদেশের ঢাকা জেলার রাজারবাগে। লেখালেখির জীবন শুরু ছোটবেলা থেকেই। এখন তিনি সিঁড়ি, ছন্দাক্ষর ও ছন্দামৃত ৩টি স্বতন্ত্র পদ্ধতিতে কাব্য লিখছেন এবং পাঠক সমাদৃতও হয়েছেন। ২০১৩ ও ২০১৫ সালে তাঁর ২টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়।
Comments: 33Publics: 108Registration: 29-12-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।