কর্ম শ্রেষ্ঠ ধর্ম
৪+৪/৪+১
গড়তে পারো মনকে যদি
সফল হবে কাজ,
ভালোবাসলে কাজকে তবে
থাকবে নাতো লাজ।
শ্রমিক হলো সোনার ছেলে
আমার দেশে ভাই,
তারই মতো সফল ছেলে
ধরার বুকে নাই।
হেসে খেলে কাজটি করে
বসে না তো রয়,
কাজ করিতে লাগে ভালো
থেকে থেকে কয়।
কাজ ছাড়া তো জীবন মুখে
আসে না তো সুখ,
কাজেই সবার সফলতা
নইলে আসে দুখ।
রচনাকালঃ
২২/০৮/২০২১
Subscribe
Login
0 Comments
Oldest