তারায় ভরা রাত
জীবন সীমিত, মরণ কোন খানে নিয়ে যায়?
বর্ণনা আছে রজনীর অজস্র সুপ্রভ তারায়।
অনবদ্য রচনা পাঠ করে শিল্পীর গভীর দৃষ্টি
রঙতেল থেকে জন্ম দেয় এক বিকল্প সৃষ্টি।
অনন্ত আলোকের মৃত্যুহীন সংসার আকাশে
সামান্য এ অস্তিত্ব অনন্তের চিরস্রোতে ভাসে।
অস্তিত্ব মৃত্যুভেদী, তার আরেক মাত্রা আনিয়ে
নক্ষত্রে ভরা রাত ক্যানভাসে দিয়েছে জানিয়ে।
অসীমিত প্রাণ যেই রক্তমাংসের খোলস ছাড়ায়
পলকা এই অস্তিত্ব সুনিশ্চিত আলোজন্ম পায়।
শিল্পীর দেহ নশ্বর, অমর ছবিখানি গেছে থেকে
না ফুরনো আলোর প্রবাহকে রেখেছেন এঁকে।
Subscribe
Login
1 Comment
Oldest