ধূসর দুঃস্বপ্ন

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

মহানন্দা!
তোমা’ নিয়ে আমার প্রতিটি রঙিল প্রাঞ্জলময় স্বপ্ন,
আজ ধুসর দুঃস্বপ্নের মতই ভয়ংকর বিবর্ণ।
প্রেমের শোভিত সু দৃশ্যগুলো এখন অপরিস্ফুট ঝাপসা;
আবিল সংশয় ঢেকে দিচ্ছে আমার সুব্যক্ত ভালোবাসা।
কুশ্রী স্বপ্নের আলেখ্য হেরে নিবিড়-নিশায়;
সুষুপ্তি ভেঙে আমার ঋজু-হৃদয় নীরব ভাষায়,
অবুঝ শিশুর মত কেঁদে উঠে ফুঁপিয়ে।
অজ্ঞেয় আঘাতের তীব্র প্রহারের আর্তচিৎকার-
রাতের নৈঃশব্দ্যতায় নিলীন নিঃসঙ্গ বনে আহত পাখির হাহাকার !

0

Publication author

0
কবি ইমামুল ইসলাম মুরাদ ১১ই ভাদ্র ১৪০০ বঙ্গাব্দে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার জগদল গ্রামে এক সম্ভ্রান্ত কোরেশী পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা জয়নাল কোরেশী একজন কৃষক ও মাতা মিনা কোরেশী একজন গৃহিনী।
Comments: 1Publics: 5Registration: 25-01-2022
Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।