সুন্দর নাম মুন্নি
তোমাকে ডাকতে চাই মন বলে।
তোমার তো ডাক নাম আছে।
তোমার তো মিষ্টি একটা নাম আছে’
তবু মন বলে ডাকতে চাই।
যুগল প্রেমের স্রোতে ভাসতে চাই
বকুল চামেলি বলে ডাকতে পারি।
জ্যোৎস্না’আকাশের তারার কাছ থেকে
মনোমুগ্ধকর কোনো নাম আনতে পারি।
তন্নতন্ন করে খুঁজে আনব তোমার নাম
পৃথিবীর সব নাম ভূলে গেছি
মুন্নি তোমার নাম ভূলিনি।
তোমার নামটি বদলে দিব
সমগ্র কাব্যে খুঁজে পাইনি
সৌন্দর্যময় মিষ্টি নাম।
আকাশ পাহাড়’নদী খুদেছি
পাইনি পূ্র্ণিমার চঁদের মতন কোনো নাম ।
চাঁদনি’দর্পন;মল্লিকা’ সন্ধামালতি’
হার্দ্য ‘মনোমুগ্ধকর ‘তোমার নামের মত হয়নি।
আমি ডাকতে পারি ডাকতে পারি
কোনো গোলাপে নামে ।
আবার কোনো পাখির নামে মৌয়ূরি
মন নামে আমার দুর্বলতা।
নদী’ সাগর’হিমালয় কোথায় ও
যোগ্য নাম পাই নি।
মন মিশে আছে হৃদয়ে।
মন এর জলে ভিজতে ইচ্ছে করে’
তনুতা স্নেহী’তুমি কঞ্জনয়নী
মুন্নি!
আমি তোমাকে মন বলেই ডাকতে চাই।