।।নিজ বিশ্বাস প্রয়োজন।।
।।নিজ বিশ্বাস প্রয়োজন।।
অবশেষে বিশ্বাস মিশে গেল নিঃশ্বাসে
পুনরায় ফিরে এলো মন নব আশ্বাসে
নিজ আশ্বাস, তাই মন আর নেই ত্রাসে
এই ক্ষণে এ জীবন ভরা শুধু উচ্ছ্বাসে।
মন যদি ভরা থাকে উচ্ছ্বাসে সর্বদা
আর কী চাইব তবে!এ নয় কথার ধাঁধা
জীবন মানেই তো আনন্দে থাকা সদা
আনন্দে থাকলেই, মজা নিষ্পাপে বাঁধা।
নিষ্পাপ আনন্দ বলে কিছু হয় নাকি!
হয় কী হয় না এই জ্ঞান যে কোথায় রাখি!
চিন্তা ও ভাবনায় ওড়াতে পারলে পাখী
সন্দেহ যাবে উড়ে, হিংসাও হবে ফাঁকি।
জীবনের সার কথা থাকে কী আনন্দে!
তাই হলে এই জীবন থাকতই ছন্দে
কিন্তু জীবন যে থাকে শুধু দ্বন্দে
দ্বন্দে থেকেই পড়ে যায় খানা খন্দে।
জীবনটা হয়ে যাক নির্মল সুন্দর
কী উপায়ে হবে তাই, ভাবনাতে অন্তর
বিশ্বাস প্রয়োজন প্রথমে নিজের উপর
তবেই জীবন হবে কাঙ্খিত সুন্দর।
ছন্দের সাথে