রাতের তারা
রাতগুলো শেষ হয়না
চোখের ওপর কে যেনো
ছবি এঁকেছে হতাশার।
আমি বেঁচে আছি শ্বাস প্রশ্বাস চলছে
কিন্তু…
শরীর যেনো মৃত মানুষের মতো নিস্তেজ।
জীবন মরণের মাঝখানের এই সময়টুকু
ভেবেছিলাম স্বপ্ন আর বাস্তবকে
পাশাপাশি রেখে এগিয়ে যাবো
পারলাম কই?
ওগো বিধাতা ওগো সর্বশক্তিমান
শক্তি দাও সাঁতরে যাবার
তুমি প্রভু আমার ।
রাতের তারার সাথে মিটিমিটি
করে চেয়ে আছি আমি
স্বপ্নগুলো মেঘের মতো সাদা
পালতোলা নৌকো হয়ে ভেসে যাচ্ছে দূরে বহু দূরে….।
Subscribe
Login
1 Comment
Oldest