আমার শহর
চিন্তা ছাড়া মানুষ নয় মিথ্যে নিয়মের ব্যাস্ত শহর আর ঘুমের অভিনয়, হঠাৎ জেগে উঠতেই কুয়াশা চোখ ছুঁয়ে যায় । একটা দীর্ঘনিঃশ্বাসের আওয়াজ আর চুপ করে থাকা। চুপ করে থাকা নিরব আলোর মুখটা একটা ট্রান্সপারেন্ট চাদরে ঢাকা। ঠিক যেন কাঁচের দেয়াল…
চিন্তা ছাড়া মানুষ নয় মিথ্যে নিয়মের ব্যাস্ত শহর আর ঘুমের অভিনয়, হঠাৎ জেগে উঠতেই কুয়াশা চোখ ছুঁয়ে যায় । একটা দীর্ঘনিঃশ্বাসের আওয়াজ আর চুপ করে থাকা। চুপ করে থাকা নিরব আলোর মুখটা একটা ট্রান্সপারেন্ট চাদরে ঢাকা। ঠিক যেন কাঁচের দেয়াল…
অন্তরীক্ষের সহিত বারিদের গোসা, জল হয়ে পড়ে; মস্তিষ্কের সহিত অন্তরের বিবাদ, অশ্রু হয়ে ঝরে। কবিয়াল২৪.কম/ মঙ্গলবার, জুন ১৬, ২০২০ বিষাক্ত ভাবনা/ISBN: 978-984-35-6430-6
ব্যথা – ধুধু বালুচরে হারানো নদীর বুকে হাল ভাঙা – নৌকার কঙ্কাল দেখে নিস্, প্রেম – রাধু বোষ্টমীর চোখে, সন্ধ্যের পরে রাসমন্দিরে মুছে নেওয়া জল মেখে নিস ! ভালোবাসা, ভালোবাসা, কেউ বুঝি লিখেছিল মন জানালায় – পাল্লা ভেঙে ঝুলে থাকা…
পশ্চিমে মেঘ আঁধার হলো মরল মানুষ মানুষ – বারুদ ফাটলে সস্তা মেয়ে, সস্তা বাবা গানুষ ! একটা মারলে পঁচিশটা ফ্রি, জলের দরে মানুষ – খিদের চেয়ে শিশু সস্তা, সস্তা প্রাণের ফানুস ! তুমিও খাও আমিও খাই খাবেন চাচা মশাই ঝোল…
দেই যদি হৃদয় ছিঁড়ে বসবে কি-গো বানিয়ে পিড়ে? বাসবে কি ভালো আগের চেয়ে হবে কি তুমি আমার শোকের তরীর নেয়ে?
ওপরে বিশেষ কিছু দেখার নেই – বেশীটাই খামোখা নীল, পশ্চিমে ত্যাগ জপে বসেছে আর নীচে বোকা মাটি সবুজ হয়ে আছে – অবুঝ ! তুমি ঠিক কোথায় বোঝা যায়না ! আরো অনেকটা ওপরে উঠতে হবে বোধহয় !
চাইলে কি আর চুপটি পারি চান্দে যেতে উড়ে! সাজলে ঘুড়ি দাও কে তুমি লাটাই ধরে টান? দিন রজনী রয় যে আশা শ্যামল আঁচল জুড়ে! চাইলে কি আর চুপটি পারি চান্দে যেতে উড়ে! খুব ভাবি আজ হৃদয় দোলো কোন বাঁশরির সুরে!…
ঢেউয়ের বুকে মিশছে রে ঢেউ নাচন তুলে নীল জলে, আজ যমুনার চাঁদ সিতারা খুব যে রূপে ঝলমলে! জপছি বসে ঢের এ’ রাতে মন্থনে যা তোর স্মৃতি, বল না সখী কে দেবে এই ভাবনা থেকে নিষ্কৃতি?