অচেনা তুমি
তোমাকে কাছে পেলে মনে হয়
বহু দূরের কেউ তুমি,
যেন বুকের সুগন্ধি লুকিয়ে নিয়ে
ফিরে গেছ কোন নাম না জানা ফুলের বুকে ।
কাছে নয় দূরত্বেই ছিলে তুমি
আকাশ নয় নীলকে চেয়েছিলে তুমি,
ফাগুন নয় দু’চোখে আগুন দেখেছিলে তুমি
প্রেম নয় ঘৃনা পুষেছিলে তুমি ।
তোমাকে কাছে পেলে মনে হয়
উষ্ণতা নয় যেন বুকের বাম পাশে,
হিমশীতল এক বরফ খন্ড লেগে আছে
ইচ্ছে হলে থেমে যাবে ধকধক অনুরণন ।
ঠিক কতটা দূরত্ব তুমি চাও?
কতটা নিলীমা পেলে তুমি আকাশ চাইবে?
কতটা ভালোবাসা পেলে নিজেকে নোংরা জলে ডুবাবে না?
কতটা আলো পেলে তুমি অন্ধকারে হাটবে না?
তোমাকে কাছে পেলে মনে হয়
তীর ছেড়ে ঢেউ পুনরায় নদীর নরম বুকে ফিরে যাচ্ছে,
উচ্ছল প্রানবন্ত বর্ষা যেন আজ
বিনা স্রোতে ধীর লয়ে বয়ে যাচ্ছে ভাটির টানে ।
কেন এমন হলে তুমি?
কোন কারনে ব্যথাতুর কষ্ট হলে তুমি?
ঠিক কতটা আকাশ পেলে তুমি হাত বাড়াবে?
ঠিক কতটা পঙতিমালা সাজালে,তুমি আবার আমার কবিতা হবে?