আত্মসমর্পণ
আত্মসমর্পণ
হাকিকুর রহমান
অন্তকরণে করিয়া অভিব্যক্তি
দ্বিধাদ্বন্দে থাকে সকল প্রাপ্তি।
লগ্ন সেতো অতিশয় অপরিসীম
ক্ষণকালও লাগে যেনো অসীম।
লক্ষ্যে পৌঁছিবার তরে পদচারণা
সম্যক আনিয়া সকল ধ্যানধারণা।
প্রয়াস চলে তবু অহর্নিশি
ভাবনার অতলে যায় মিশি।
বোধগম্য হয়না কোনও সমীকরণ
অতঃপর উপলব্ধির নিকটেই আত্মসমর্পণ।
Subscribe
Login
0 Comments
Oldest