একটু স্পর্শ
জানালার কার্নিশে বসে ছিল শাকিল পাখিরা
একটু আশ্রয় একটু ঠাই পাবার আশায়
বাহিরে চলছে ঝোড়ো বাতাস
গাছেদের উন্মাদনা ভীষণ মারাত্মক ।
আকাশ কি গর্জে উঠে -ঝড় উঠেছে ঝড়
কুণ্ডলী পাকিয়ে ধুলোকণা শক্তি অর্জন করে
ঝড়ের আকৃতি রূপ পরিবর্তন করে যায়
কাগজের উড়োজাহাজ ছুঁড়ে দিয়ে অবাক দৃষ্টি সেদিকে
কুণ্ডলী পাকিয়ে ঘুরতে ঘুরতে অজানায় হারিয়ে যায় ।
টুপ করে কয়েক ফোঁটা জলকণা পড়ল হাতে তাদের
খুশিতে ভীষণ আনন্দ করেছে তারা
বড় বড় ঘণ ঘন কণাগুলো পিচ ঢালা রাস্তায়
ভেজা গন্ধ বেরিয়ে আসে সেখান থেকে
ধীরে ধীরে নিঃশ্বাস বুঝি নেয় তারা
বৃষ্টিতে আনন্দ স্রানে মগ্ন সবাই
হাতের স্পর্শে গাছের পাতাগুলো চুমু দিয়ে যায় বুঝি
অনুভূতিহীন শিশুরা স্পর্শ করে হাতটি ধরে
কঠিন সে নয় তেমনটি ভেবে নেওয়া হল তাকে
লুকিয়ে আছে ভালোবাসা শিকড়ের অনেক গভীরে ।