প্রস্থানটুকু
প্রস্থানটুকু
আহমেত কামাল
তুমি এমন ভাবে হেঁটে গেলে,,,
যেন মালবাহী এক ট্রেন।
ঝাঁকিয়ে দিয়ে যাচ্ছে,,,পার্শ্ববর্তী দ্বীপ, ঘর-বাড়ি ও
বাসিন্দাদের।
আমি চেয়ে চেয়ে দেখলুম আড়াল পর্যন্ত,,,
আহ্ কী হাহাকার
লাফিয়ে লাফিয়ে
আমার দিকে–
ঘাসের দীর্ঘশ্বাস ধরে বসে আছে, ছায়া।
Subscribe
Login
0 Comments
Oldest