ভোরের স্বপ্ন সত্যি হয় – অর্ঘ্যদীপ চক্রবর্তী
আমি একদিন স্বর্গে গিয়েছিলাম!
যাওয়ার আগে আশা করেছিলাম যে,
ওখানে গিয়ে হয়তো
সাক্ষাৎ ঈশ্বরকে দেখতে পাবো,
বা ছোটোবেলা থেকে মানুষের মুখে মুখে আর নানান বই পড়ে-
স্বর্গ সম্বন্ধে যা যা শুনেছি জেনেছি তা দেখতে পাবো!
কিন্তু গিয়ে যা দেখেছিলাম তা আপনারাও বিশ্বাস করবেন না।
দেখেছিলাম- স্বর্গ মানে একটা পৃথিবী!
আবার এ পৃথিবী অন্য কোনো পৃথিবী নয়,
সৌরজগতে ক’টা পৃথিবী আছে?
এই দেখুন, এত কথার মাঝে বলাই হয়নি আসল কথাটা-
আমি ভোরের স্বপ্নে স্বর্গে গিয়েছিলাম।
লোকে বলে নাকি ভোরের স্বপ্ন মিথ্যা হয় না।
তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো?
— অর্ঘ্যদীপ চক্রবর্তী
৫/০৭/২০২৩
Subscribe
Login
0 Comments
Oldest