পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।

যাদুকরী

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

বলো তুমি যাদুকরী

নয়তো কেন‌ তুমি এলে বিকেল এর ধূসর বাতাস
হঠাৎ মোহময় সন্ধ্যে হয়ে ছড়িয়ে যায় ?

বলো তুমি যাদুকরী

নয়তো কেন তোমার উপস্থিতি
সামান্য বনফুলের গন্ধ কে ও অপরিচিত করে তোলে ?

বলো তুমি যাদুকরী

নয়তো কেন তোমার কণ্ঠস্বর
নিরাশা কে ব্রাত্য করে ?

বলো তুমি যাদুকরী

নয়তো কেন তোমার কণ্ঠৈ মেঘমল্লার
আমার চোখে অশ্রু হয়ে নামে ?

বলো তুমি যাদুকরী

নয়তো কেন তোমার স্পর্শে শুধুমাত্র নারীদেহ স্পর্শের
অনুভূতি নয়
একটা আলাদা আদ্রতা শরীর মন ধুয়ে দেয় ?

বলো তুমি যাদুকরী

নয়তো কেন তোমার ঠোঁটের আস্বাদন
আমায় জীবনমুখী করে তোলে
কেন ইচ্ছে হয় আরো এক শো বছর বাঁচার ?

আবার তুমি চলে গেলেই
সমস্ত কিছু কেমন যেন ওলটপালট হয়ে যায়
এ জীবন কে বড় ভুল বলে মনে হয়

এরপর ও বলবে তুমি যাদুকরী নও

সত্যি বলো তুমি যাদুকরী নও ?

0

Publication author

offline 3 years

Shubhrajit Mondal

0
এই বেচেঁ আছি
Comments: 0Publics: 5Registration: 18-12-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
reCaptcha Error: grecaptcha is not defined