প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

স্বপনে, অতি নিভৃত স্বপনে-
দেখেছিলাম কাহারে গভীর গোপনে।।

স্বপ্নচারী আমি,
দিন বিচারি কাল গুনি-
আর পথ চলি থামি থামি।

হায়গো আমার আশার অতীত-
হেরিলাম কোন সে পলকে পতিত।

নিবিড় নীরবতায়,
ক্ষণগুলি গিয়েছে চলি-
তবুও ভেবে যাই আকুলতায়।

ওহে মোর হৃদয়ের প্রতিবেশী-
কবে কবে হয়ে গেলে দূর পরদেশী।

চিনিতে পার নাই কভু,
অন্তর মম, লয়ে প্রাণের পুলকে-
আমি গাঁথি সবই স্বপনের মাঝে,
ভাসে তাহা আঁখির পলকে।

0

Publication author

1
কবিতা হচ্ছে ভাবের প্রকাশ। তবে তা হতে হবে শর্তহীন। সুতরাং শব্দ খুঁজে ফেরা নিরন্তর .....
Comments: 2Publics: 340Registration: 05-12-2020
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।