অবকাশ চাই
244 total views
যার কাঁধে কাঁধ মিলিয়ে
চেয়েছি জীবন ধন্য;
সেই আমাকে পরিহাস করে
আমার আঢ্য দৈন্য।
পড়শিরা সব বাহাবা দেয়
বেশ করেছি ভালো,
লোক চক্ষুর আড়ালে বিলায়
আমার গহীন কালো।
ছেলেরা সব আর্তি জানায়
বাড়তি আয়ু আমার হোক
আমি বুঝি কতটা বেড়েছে
গাত্র দেহে পরমায়ু ক্ষোভ।
বন্ধু স্বজন শুভাকাঙ্খী যত
মিছে প্রেরণা দেয় অবিরত।
আমার আমিকে চিনেছি কি,
এখনো থাকি ব্রত দীক্ষারত?
Subscribe
Login
0 Comments