অসহায়
14 total views
আমার অসহায় এ জীবন
ছুঁয়েছে বহুকিছু
রাতের কঠিন প্রশ্নে জেগেছে দুর্বলতা
আমার চোখের সীমানায় কাঁটাতারের বেড়া দিয়ে
চালানো হচ্ছে গরম পীচ ও রোলার এর চাকা
সমস্ত শরীরের হাড় যেন শত শত টুকরে খন্ডিত
তবুও যা পেয়েছি আমি তা বহুকিছু
কতজনই্ বা তা পেয়ে থাকে!
আমার সমস্ত শরীরের শিরা উপশিরায়
বিপ্লবীদের কড়া পোশাক জড়ানো
আমি যুদ্ধে যুদ্ধে টিকে আছি মানুষের কথা ভেবে
নীল ডায়েরির পাতা ঝরে গেল
আজ বিনিদ্র রজনী ছুঁতে
চেয়েছিলাম জয়লাভ করতে;
কিন্তু পরাজয়ের মধ্যে যা আনন্দ পাওয়া যায়
তা সাফল্যের চেয়েও বেশি দীর্ঘ সময় শুধু আঙ্গুলের ভাঁজে ভাঁজে।
১০২ডিগ্রী পারদ স্তম্ভে ঠেকেছে জীবন
এ বড়ই অদ্ভুত নিদারুণ কম
তা চেয়ে শতগুণ সাফল্য আমি পেয়েছি
নক্ষত্রের জলে স্নান করে।।
Subscribe
Login
0 Comments