একদিন মাটির ভিতর বাস হবে
একদিন মাটির ভিতর বাস হবে,
এ মানব সংসার ত্যাগ করে মাটির জগতে যেতে হবে।
ও মন
থাকবে পড়ে নিজের বাড়ি
থাকতে হবে মাটির ভিতর রে-
যাবে না অর্থ খ্যাতি যশ মান এ দেহের সাথে।
ও মন
ধরবে যখন দেহে পচন
সারা জীবনের হিংসা দুঃখ আনন্দ হাসি কোথায় যাবে রে?
ক্রমে হব মাটি-
শুধু থেকে যাবে কত না পূরণ হওয়া আশা এ ইহজগতে।
— অর্ঘ্যদীপ চক্রবর্তী
২১মে,২০২৩,সকাল, বারুইপুর
Subscribe
Login
0 Comments
Oldest