কবিতা- প্রত্যাবর্তন
296 total views
প্রত্যাবর্তন
,,,, আহমেত কামাল
তালা ভেঙে পাখি উধাও
কাঠের দেহ পড়ে আছে জলের শরীরে
মাত্র কয়েকদিন আগেও
কত উৎসব ছিল
শরীরে শরীরে। এখন বাসা ফেরা পথও
ডুবে যাচ্ছে,,, জলে
তবুও দাঁড়িয়ে,,
ঈশ্বরের অপেক্ষায়
তিনি যদি ফেরত দেন অথবা মেরামত করে দেন মন
ঘুমের মতো একটা বই লিখে
খুব শিঘ্রই রওনা দিব ঝলমল শরীরের দিকে–
Subscribe
Login
0 Comments