কুৎসা বাহিনী’র প্রতি
![]()
কুৎসা বাহিনীর প্রতি
©শুভশ্রী রায়
যে মেয়ে নিজেই লেখে নিজের কলঙ্কের কথা
তুমি তাকে টেনে নামাবে কী করে!
হে সমালোচক, তোমার ধারণারও অতীত
কতখানি স্বচ্ছ সে বাইরে ভেতরে।
তবু শোন, কলঙ্ক বলে কিছু হয় না, ওগুলো একেকটা সম্পর্কের কাহিনী
তাতেই তো ইতরের মজা, ফূর্তিতে জেগে ওঠে কত শত কুৎসা বাহিনী।
জীবনে ভালোবাসতে পারনি কাউকে কখনো তুমি, নিজেকে উজাড় করে
তাই অন্যের নিখাদ ভালোবাসা দেখে তোমার
গায়ে যায় জ্বালা ধরে।
হে কুৎসাজীবী সামাজিক প্রাণী, তোমার অসহ্য কষ্ট আমি বুঝি!
তাই তো সমস্ত নিন্দামন্দের ভেতর থেকেও মানবিক কিছু খুঁজি।
*******************************************
Subscribe
Login
0 Comments
Oldest
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)