তরুণের ডাক – সুয়েল হক
150 total views
আয়রে তরুন আয়রে নবীন,
সোনার বাংলা গড়তে,
আসবি তারা শুধু যারা,
ভয় পাসনা মরতে।
আসবে তরুন জাগবে নবীন,
আনবো নতুন দিন,
সোনার বাংলা গড়বো মোরা,
শুধাবো সকল ঋন।
আমরা তরুন কোমলমতি,
ফুলের মতো ফুটবো,
জীবন দিয়ে হলেও মোরা
সোনার বাংলা গড়বো।
Subscribe
Login
0 Comments