তোমাদের করুণার দান চাই না আমি

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

এই বিষন্ন দিনশেষে কালপ্রদোষে তোমাদের করুণার দান চাই না আমি
আমার ভিক্ষার হাত পেতে। আমি আমার যোগ্যতার মূল‍্য চাই…..

তুমুল কোন এক জীবন-কৃত‍্য মেলায়
আমি আর্কাইক যাপনের বনসাঁই হতে চাই না;
ষোলকলা পূর্ণ আমি, কোন শঠতার কাছে ঠকবো কেন?

বড্ড বিবেকশূন‍্য হয়ে তোমাদের কল্পিত অযোগ্যতার রঙে
আমাকে রাঙিয়েছো বারবার তোমাদের নিষ্ঠুর হাতে;
চেয়েছো কিম্ভূত এক ফানুস বানাতে……

তাতো হবার নয়! আমিতো মানুষ! রীতিমত পরিপূর্ণ এক মানুষ!
আমি ফানুস কেন হবো?

তোমরা ভেবেছ-কিছু খুদ-কুড়ো দিলে সোল্লাসে লুফে নিবো
আর মাথা নত করে বসে চেটেপুটে খাবো
তাও তো হবার নয়, কেন না তোমরাতো আমার ঈশ্বর নও
যে, তোমরা ছুঁয়ে দিলে কাঠ-কয়লাকে
দিব‍্যি ডায়মন্ড ভেবে নিবো।

ন‍্যায়ের দন্ডহাতে তোমরা বরং পদস্খলিত হয়েছ বারবার
সেই সম্রাটের মতো, তাই বড় বিকৃতচোখে সকলেরে বিচিত্রভাবে দেখেছ,
আর তাই বুঝি আমাকে দিয়েছ তোমরা করুণার খুদ-কুড়ো কিছু
বড্ড তাচ্ছিল্য করে দৃষ্টিকটু প্রমাণ-পাত্রে,
কিন্ত আমিতো করুণার পাত্র নই!

তোমাদের করুণার দান চাই না আমি তাই…..

আমি কেবলই আমার যোগ‍্যতার মূল‍্য চাই।
(৯ ফেব্রুয়ারি ২০২৫, ঢাকা)

0

Publication author

1
জন্মস্থান খুলনা, বাংলাদেশ। বর্তমানে বসবাস ঢাকা, বাংলাদেশ। একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা।
Comments: 0Publics: 124Registration: 04-12-2024
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।