দীর্ঘণীশয়” -মোঃ রহমত আলী

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

দীর্ঘণীশয় –
============
মোঃ রহমত আলী
==================
দীর্ঘণীশয় তে ও আছে বুঝি
লুকিয়ে কারো কোন বিষয়।
বর্ণনা চাইতে গেলে ও সে
দেয় আর একবার গভীর ণীশয়।
মনের দুখের এই নির্মম
যন্ত্রণাময় বর্ণনা কাউকে
বুঝায়ে যায় না’ গো’ বলা।
বন্ধু যবে বেঈমান তবে,দীর্ঘণীশয়
কি’আর করিবে কোন এহসান।

দীর্ঘ, দীর্ঘ, আয়ু আর নয়
ণীশয় গহির মাঝে কি ?
লুকানো শুধুই বিষের বিষয়।
এখন তো আর বিশ্বাস নাহি
করে রংঙ্গের উপর রংধনু।
তবু আজও জোয়াড় ভাটার
নদে নেই কোনও কমি।

কোলাহলের বর্বর আরন্যে
যায়না শুনে ও শুনা,
সততার সত্য আকুতি।
তাই তো দীর্ঘণীশয় হতাশায়,
কহে উঠে বারো বার,মমো
কুঞ্জের দেখেছো কি?বেহাল দশা।
এক কান শ্রবণে শূন্য,
এক চোঁখ দিবালয়ে’ও
আলোতে অন্ধোঁ,কণ্ঠ গুলো
কেন যেন ন্যায়ের আওয়াজ
দিতে স্থম্ভো-তাই কি?অনুভবে
পাওয়া যায় যে,দীর্ঘণীশয়
হতে হৃদয় পোঁড়ার গন্ধাঁন্য।

===১১-০৭-২০১৩===

0

Publication author

offline 2 months

mdrahmatali

2
আস্সালামুআলাইকুম
mdrahmatali566.blogspot.com
Comments: 5Publics: 47Registration: 04-01-2023
প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।