নীল ডায়েরির কবিতা-১৭
204 total views
আলোকগৃহ হতে আলোকিত পথ
সারি সারি গাছেদের মেলা
অহেতুক আটিলাস খুঁজে
জানতে চেয়েছি কেন পৃথিবীর মানচিত্র!
আজ অহর্নিশে ফুটিয়াছে বেদনার ফুল
তোমায় অস্থিরতার প্রহর গুলিতে
আমি জেনেছি সব অসহিষ্ণুতা
মানুষের বিপরীতে নতুবা মানুষে বেঁচে থাকে।
সম্মুখে দাঁড়াইয়া আছে মৃত্যু
হাতের নাগাল কে স্পর্শ করে
তারপর সলিতার আগুনে
জীবন পুড়বে ধীরে ধীরে।
Subscribe
Login
0 Comments