পার্থক্যহীন

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

আমি—
না পুরুষ, না নারী,
না প্রেমিক, না বিদ্বেষী,
না আগুন, না বরফ।
আমার চোখে নেই কোনো প্রতিশোধের জ্বালা,
নেই ক্ষমার কোমলতা—
আমি কেবল শূন্যতা,
যার না আছে শুরু, না আছে শেষ।
আমাকে ভালোবাসলেও বদলাই না,
ঘৃণা করলেও না—
আমি সেই কচু পাতার মতো,
যার ওপর প্রেমও টিকে না, ঘৃণাও নয়।
আমার মাঝে কোনো পার্থক্য নেই—
কারণ আমি নিজের সব রঙ
নিজেই ধুয়ে ফেলেছি
সময় আর অবহেলার জলে।
তুমি যদি ফিরে এসো—
জানো, কিছুই বদলাবে না।
আমি থাকবো যেমন ছিলাম—
একটি অনর্গল নির্লিপ্ততা,
যেখানে কচু পাতার পানিও স্থান পায় না।

0

Publication author

0
সাইফুল ইসলাম মৌন, জন্মগ্রনঃ 15/12/1975, কুমিল্লা জেলা, বরুড়া উপজেলাধীন, মহিদপুর গ্রামে,
Comments: 0Publics: 19Registration: 17-06-2025
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।