ফিরে আসা – আহমেত কামাল
ফিরে আসা
,,,,,,, আহমেত কামাল
পাখির উড়ে যাওয়া’কে
আমার কোনভাবেই বিশ্বাসই হয় না – পাখিও উড়ে যায়!
হয়তো ওরা উড়ে যায়
ফিরে আসার দিকে___।
অথচ
আমি কোটি বছর ধরে দাঁড়িয়ে
কারো ফিরে আসার দিকে।
Subscribe
Login
0 Comments
Oldest