বদলে যাওয়া সময়ের সাথে
226 total views
সময়ের সাথে সাথে আমরাও বদলে গেছি
সময়ের সাথে সাথে জীবনের রঙে ভরে গেল।
অতীতে সব ধরনের মানুষের সাথে দেখা হয়েছে
শুধু সবাইকে নিয়ে এগিয়ে যাচ্ছি
আমাদের কি আছে
আল্লাহ পথ দেখালেন
আমরা শুধু এটা গিয়েছিলাম.
সময়ের সাথে সাথে আমরাও বদলে গেছি,
সময়ের সাথে সাথে আমরাও বদলে গেছি।
শৈশবের স্মৃতি বহন করে
আমরা যৌবনে প্রবেশ করেছি।
খেলাধুলায় কেটেছে শৈশব
এখন সময়ও তার দৃষ্টিভঙ্গি পাল্টেছে।
শৈশব হোক বা যৌবন জীবনের প্রতিটি মোড় থেকে
আমরা শুধু শিখতে থাকি
সময়ের সাথে সাথে আমরাও বদলে গেছি,
সময়ের সাথে সাথে আমরাও বদলে গেছি।
Subscribe
Login
0 Comments