বাড়ির হিংসুক

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

 

আমাদের বাড়ি‌ জুড়ে, হিংসুকের বসবাস
রুদ্ধশ্বাসে রুদ্ধশ্বাসে, ফেলি যত দীর্ঘশ্বাস,
ইচ্ছে করে ছেড়ে যাই, ছেড়ে যাই বাড়ি ফেলে
মায়ের মমতা দেখি ,আমার অঙ্গণে ঢালে।

মনে হচ্ছে উতখাত, সব তাদের নিবাস,
আমরাই ভাড়াটিয়া, তবে ঠাট্টা উপহাস।
মা মারা গিয়াছে বলে, ওরা পাইলো সুযোগ
তাই-বুঝি তাই-বুঝি ,এমন হচ্ছ দুর্ভোগ।

সত্যকে মিথ্যা বানায় ,মিথ্যা টাকে করে সত্য
কতলোক মুসাবিদা, মজমায় ঘেরে কত্তো।
আমরা আছি দুর্ভোগে, কি দেব কারে নালিশ
নালিশি ধরছে ভুতে, শুনি নিদ্রাচ্ছে বালিশ।

দিনদিন করে যাচ্ছে ,বিষালো কাঁটা জুলুম,
ভয়ে কাপি থরথর, ভয়ে নেই চোখে ঘুম।
আত্বীয় নামে কলঙ্ক, বাড়ি থাকি একসাথ,
তার তরে নেই চোখ ,মানে নেই কিছু জাত।

নিজের সম্মান টুকু ,আরে বাঁচাতে ও চাই
হিংসুকের বিষ থেকে, আল্লা যেন রক্ষা পাই
আশেপাশে করে দিল, বিষে আমাকেই কানা
এটা ছিল ষড়যন্ত্র, প্রভু সহ আছে জানা।
দেখেছে ঈশ্বর বলো ,আর আল্লাহ কি বলো
ইংরেজিতে কথা আছে, তিনি করেছেন ফলো।

0

Publication author

0
পোস্ট কপি করবে না,
-মোঃ মুসা
Comments: 10Publics: 68Registration: 31-01-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

আপনি কি গল্প পড়তে ও লিখতে ভালোবাসেন? তবে বাংলা গল্প এবং অডিও স্টোরি প্রকাশ করার জন্য আজ‌ই যুক্ত হন আমাদের নতুন গল্পের সাইটে