রবীন্দ্রনাথ
দুর্গম বাসনা দুর্লভ প্রাণ
দুমড়ানো দরজার শিকলের বেড়ি
বেহদ্দ অগ্নিশিখা বিশৃঙ্খল নগরী
তুমি মোর বরাতের রবি।
কালশিরা জাগে রাত্রির নিকটে
কিঞ্চিৎ সাফল্যের মানদন্ডে
জ্ঞানের প্রদীপে জ্বালিয়ে আলো
স্থগিত জনতা প্রতিষ্ঠিত প্রহরী।
সময় মুছিয়া যায় তপ্ত বালুরাশিতে
পরিমল গোস্বামী ‘এক কলমী’।
মন বাড়িয়ে আকাশ রাঙিয়ে
তড়িঘড়ি তছনছ ইন্দ্রজাল
দেহে শুধু প্রাণ নেই
এক এক মিথ্যা বিবৃতি।
Subscribe
Login
0 Comments
Oldest