Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors
প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

রাত্রি আটটা বাজতে,
আর মিনিট দশ বাকি।
বাসটা আসবে, আসবে করে,
রোজকার মত করছে দেরী।
অন্ধকার রাস্তায়, হঠাৎ,
হলুদ চকিত ‘ধারা’,
চোখ ওঠে ঝলসে,
হৃদয়ে ফাগুনের ঝড়, ‘রাধা’।
ওগো কৃষ্ণচূড়া?
দাঁড়িয়ে থেকো না আর,
রজনী, উথলে উঠেছে দুলে,
ভালোবাসা, কে আটকায়?
আটকায় ফাগুন, আটকায়,
হাতে মোহন বাঁশির বদলে, বইয়ের ব্যাগ।
চোখে, মধুর রেশ ছড়ানোর বদলে,
তৃষ্ণা ছড়ায় মিলনের!
তারা যে বাঁধা দেয়, ফাগুন।
কুলিয়ে উঠতে পারিনি তো,
সে হলুদ চঞ্চলতা,
যায় পথ পেরিয়ে, চলে’গো।
পিপাসিত মন, কেঁপে ওঠে।
এবারে, তবে ফাগুনের ঝড় নেমে আসুক।
এ ধরনী, হয়ে যাক,তছনছ।
কি আর হবে,পথ হারা অন্ধ পথিকের?
রোজকার মত,বাস আসে।
ব্রেক কষে দিয়েছে, পা’দুটোকে।
যুগ, যুগ ধরে, দাঁড়িয়ে থাকলে, পাব রাধাকে?
হঠাৎ, শ্রাবনের ধারাপাত,
নেমে আসে, অকালে।

0

Publication author

1
From durgapur, burdwan
Comments: 0Publics: 232Registration: 20-07-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।