রুখে দাঁড়াও
242 total views
দেখেছি কত ইতিহাস
বয়েছি কত অপমান
সয়েছি কত যন্ত্রণা
বুঝেছি কত কথা
রেখেছি কত প্রশ্ন!
রুখে দাঁড়াও,আর না
ভেঙে ফেলো রাজনীতির
ওই বেড়াজাল।।
গড়ে তোলো শক্ত এক বল-
দেখেছি কত ইতিহাস
ঝরেছে কত রক্ত
রুখে দাঁড়াও, আর না-
বয়েছি কত অপমান
কখনও করিনি প্রশ্ন!
গড়ে তোলো এক দল
বলো আমরা সবাই ভাই ভাই-
রুখে দাঁড়াও, আর না-
সয়েছি কত যন্ত্রণা;
কেঁদেছে কত আপনজন
ভেঙেছে কত কথা,
রুখে দাঁড়াও, আর না-
ভেঙে ফেলো রাজনীতির
ওই বেড়াজাল।
গড়ে তোলো শক্ত এক বল-।।
১২/০৮/২০১৯
Subscribe
Login
1 Comment
Oldest