সমগোত্র
410 total views
কুয়াশা করেছে এক এপার ওপার
বিবাদী জমির দাগ মুছে গেছে দ্যাখ,
সব ব্যবধান আজ-সব গেলে মিটে
সকল জাতি সগোত্রে সব হলো এক।
কুয়াশা দিয়েছে জল সকল পাতায়
জাতি বেদে কমবেশ হয়নি কোথায়?
স্রষ্টায় পারতো তার দিতে জাতি বেঁধে
ডেকেছে বেশি যে জন প্রার্থী বন্দনায়।
ওদিকে আমরা কত আছি ব্যবধান
তোমার খোদা বলছো বেশি ভালোবাসে
অপর ধর্ম খোদার অপছন্দ বড়
সমান তালে কেনেই? রহমত আসে।
খোদার কাছে সকল মানুষ সমান
হিন্দু মুসলিম আর বৌদ্ধ বা খ্রিস্টান,
সকল জাতি সগোত্রে সব তার লোক
সমান তার সমান সবাই সমান।
কুয়াশা করেছে এক দেয়া যত দাগ
মুছে গিয়েছে দেখছি পথে কাঁটা তাঁর,
পৃথিবী একটা আজ মিলিয়েই গেছে
শক্তি হীন শিশিরের ধোঁয়া সরাবার।