সেই মেয়েটি

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

সেই মেয়েটি…
মনে আছে, যে ছিল কল্পনার অস্তরাগে,
আলতো আলপনার মতো জলছবি হয়ে…
সেই দুরন্তপনা দস্যি মেয়ে !
সারাদিন পাড়া মাথায় করে রাখতো,
একবার স্কুলে প্রেয়ারের সময়…
ধাক্কা লেগেছিল !
মুখ ভেংচিয়ে ছিলো আমার দিকে চেয়ে,
খুব রাগ হয়েছিল সেদিন…
আমি ক্লাস নাইনে তখন…
আর সে…সেভেন মাত্র,
তবু কি সাহস ভাবো…
আমায় দেখে ভেংচি কাটা!
তারপর যখন আস্তে আস্তে বড় হলাম,
সেই চপলতায় খুঁজে পেয়েছিলাম আমার মহাশান্তি
কিন্তু তার ওসবের বালাই নেই,
প্রেম, ইমোশন এগুলি যেন সিস্টেমেই ছিল না |
যখন দেখো দৌড়াচ্ছে কারো পিছে,
উফ্ ,কি সে দস্যিপনা |
কোনোদিন সাহস হয়নি..
পাগলীটাকে মনের কথাগুলো বলার |
এরপর আস্তে আস্তে স্কুল ছাড়লাম, তারপর শহর,
খুব মিস করতাম প্রথম প্রথম দস্যি মেয়েটাকে…
তারপর অভ্যেস হয়ে গেল,
ভালোভাবে বাঁচার প্রতিযোগীতায় নেমে ,
ভালো লাগাটাকেই ভুলতে হয়েছিল |
আজ হঠাৎ দেখা ট্রেনের কামরায়..
দেখা মানে একতরফা, আমিই দেখেছি,
সে তো লক্ষ্যও করেনি ,
কোলে বাচ্চা নিয়ে ট্রেনে উঠেই এক মহিলাকে ধাক্কা দিলো,
প্রথমে ভেবেছিলাম আগের মতই রয়েছে,
একরোখা,জেদি…
পরে দেখলাম ক্ষমা চেয়ে নিয়েছে নিঃশর্ত…
বুঝলাম বদলে গেছে সেও সময়ের মতো |
পরক্ষণেই বাচ্চার কান্না থামিয়ে চলে গেল অন্য কামরায়…
আমি নিঃশব্দে বললাম- ভালো থেকো…
আর বুঝলাম – প্রেমিকার রূপ অনেক,
কিন্তু মায়েদের একটাই…

0

Publication author

0
কবি প্রসেনজিৎ রায়ের জন্ম ভারতবর্ষের ত্রিপুরা রাজ্যে | কবি শ্রীযুক্ত প্রাণেশ রায় ও শ্রীমতি চঞ্চলা রায়ের একমাত্র পুত্র | কবির স্ত্রী বর্ণালী দে | কবি ত্রিপুরা আরক্ষা বিভাগের আধিকারিক | কবি মূলত বাংলা ও ইংরেজীতে কবিতা লিখেন | বাংলায় গল্প ও নাটকও লিখেছেন
Comments: 0Publics: 8Registration: 18-06-2025
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।