হে শিশু!
আর খুঁজো না ভাবনা কিছু
আজে বাজে,
পড়ো তুমি হে শিশু রোজ
সকাল সাঁঝে!
পাক করো মন শ্রদ্ধা ঢেলে
রুখতে ক্ষত,
প্রার্থনাতে শির রাখো ঢের
অবনত!
ইস্কুলে যাও বাপ মা ডেকে
বলার আগে,
পর ভেবো না কাউকে কভু
অনুরাগে!
গড়বে জীবন জ্ঞান সাধনায়
থেকে মাতি,
তোমায় পেয়ে ধন্য হবে
দেশ ও জাতি!
Subscribe
Login
0 Comments