অন্যভাবে তাদের বড় হওয়া
344 total views , 1 views today
শহরের জঞ্জালে হারিয়ে গেছে কতো শিশু মুখ,
এভাবেই কেটে গেছে কতো শহস্র যুগ!
পেটের দায়ে পথে পথে ঘোরে বাটি হাতে,
কিম্বা হয়তো হকার হয়েই বসে পরে ফুটপাতে।
আমরা পালন করি বড়দিন কেক কেটে,
ভাবি না কখনো তারা কি দুবেলা দুমুঠো পায় খেতে!
দু ফোঁটা জল চোখ দিয়ে নামে,
কে-ই বা তাদের মূল্য দিতে জানে!
কেঁদে কেঁদে ঘোরে খাওয়ারের খোঁজে,
যেন বিধাতা রুপে মানুষ আজও আছে চোখ বুজে।
খাওয়ার কুঁড়িয়ে খায় তারা ডাস্টবিন থেকে,
পেটের জ্বালায় তারা চুরি করতে শেখে।
এই তো মেকি সমাজ মুখোশের আড়ালে,
কি বা ক্ষতি হবে একটু সাহায্যের হাত বাড়ালে!
মানুষ তাদের ঘৃণা করে; করে অবহেলা,
আবর্জনার স্তূপ ভেবে তাইতো তাদের দূরে সরিয়ে ফেলা।
নিষ্পাপ এই শিশু মনে থাকে না কোন পাপ,
গরীব বলেই দিন রাত তাই করছে অনুতাপ।
তাদের নেই কোন অভিযোগ তাই তারা নির্বিকার,
বাঁচার জন্য সংগ্রাম তাদের তাই চলছে বারবার।
তাদের নাই বা জুটুক নতুন জামা নাই বা দুবেলা খাওয়া,
তবু হার না মেনে সুখে দুঃখে অন্যভাবে তাদের বড় হওয়া।।