অপেক্ষা – অসীম চক্রবর্ত্তী
ওগো ঝটিকা বাতাস প্রবল-বহিওনা তুমি জোরে
রাতের প্রদীপ মোর নিভাওনা তব ত্বরে।
তারি যে পথ চাইয়া বসিয়াছি দীপ জ্বালিয়া
দরাজ দুয়ারে আজি রইয়াছি জাগিয়া
কুন্তলে সুগন্ধি জুই কবরীর মাঝে
চন্দন ছড়ায়ে গৃহ সৌরভ সাজে
পাতিয়াছি সুজনি গুলাব ছড়ায়ে
পুস্পমাল্য হাতে লইয়া রইয়াছি দাড়ায়ে।
ওগো ঝটিকা বাদল ধারা – ঝরিওনা তুমি জোরে
তরীখানি ভাসাইয়াছে নদে তরতরে
আসিবারে মোর কাছে ক্ষুদ্র এ নীড়ে
পালে হাওয়া লাগে যেন ভারি জোরে জোরে
তুমি রহিয়া সেথায় আজি ঝরো ধিরে ধিরে
বারেক ভিড়াতে তরী কুলেতে ধিরে।
ওগো ঝটিকা ঝঞ্ঝা নীশি – রাখিওনা তুমি ভরে
পথ ঘাট শূন্যতা একা ভয়ে মরে
চটপটে আসিবে সে আজি মোর ঘরে
পরাইবে মালাখানি মোর গলে ভরে
দেহখানি দুই হাতে আদরে জড়ায়ে
সুজনির পড়ে নিয়ে গভীরে হারায়ে।।