উপহাস
যেদিন খুব সন্নিকটে দাঁড়িয়ে মৃত্যুকে বুড়ো আঙুল দেখিয়েছিলাম
নিষ্পলক চোখে ভীতি উপেক্ষা করে সে হাসছিল
সেদিন বুঝেছিলাম— মৃত্যু আমার কিচ্ছুটি করার সাধ্য নাই।
থেমে থেমে অতিবাহিত হলো সময়ের গণ্ডি
প্রিয় মানুষটা বদলে গেল সময়-সুযোগে
সেই সুযোগে মৃত্যুও দুয়ার ঘেঁষে দাঁড়াল,
আমি কতো বোকা
সেদিন মৃত্যুকে বুড়ো আঙুল দেখিয়েছিলাম;
আজ মৃত্যু বিশ আঙুল একত্রে
সুড়সুড়ি দিয়ে শূন্যে পাড়ি জমাচ্ছে
আমার কিচ্ছুটি করার সাধ্য নাই।
Subscribe
Login
0 Comments
Oldest