খাতায় কলমে

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

কলম খাতা কে বললো হেসে,,

আমি আগে, তুই শেষে

খাতা তখন বেজায় রেগে;

তুই তো ব্যাটা একপেশে!

 

কলম আবারও বেজায় হেসে

খাতা তো শুধুই সাদা;

কলম যদি নাইবা লিখলো

পড়তে পারে এমন কার সাধ্যি।

 

খাতা তখন আরও রেগে

এতই যখন দামী, তবে কেন খাতায়?

আমার বুঝি বয়েই গেছে

রাখতে তোকে পাতায়!

 

কলম যখন অস্ত্র হয়েছে

সৈনিক হয়েছে খাতা

খাতা-কলমে তৈরী হয়েছে,

কতই না ইতিহাসের পাতা।

 

দুজনেই যখন দুজনের জন্য

চল্ বন্ধুত্ব করি আয়,,

একসাথেই নয় যাবো থেকে

অন্য কোনো পাতায়।।

 

 

 

0

Publication author

offline 2 years

গুড্ডু

0
আমি সমীর মন্ডল আমি আশুতোষ কলেজের প্রানীবিদ্যা বিভাগের প্রথমবর্ষের একজন ছাত্র ছোট্ট বেলা থেকেই আমার আগ্ৰহ লেখালেখির। সহজ সরল অনাড়ম্বর ভাষায় বিশ্বাসী আমি, তাই সবাই যাতে লেখা পড়ে সহজেই বোধগম্য করতে পারে তাই আমার লক্ষ্য। আশা করি আমার লেখা আপনাদের ভালো লাগবে।
Comments: 0Publics: 9Registration: 29-06-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।