খাতায় কলমে
কলম খাতা কে বললো হেসে,,
আমি আগে, তুই শেষে
খাতা তখন বেজায় রেগে;
তুই তো ব্যাটা একপেশে!
কলম আবারও বেজায় হেসে
খাতা তো শুধুই সাদা;
কলম যদি নাইবা লিখলো
পড়তে পারে এমন কার সাধ্যি।
খাতা তখন আরও রেগে
এতই যখন দামী, তবে কেন খাতায়?
আমার বুঝি বয়েই গেছে
রাখতে তোকে পাতায়!
কলম যখন অস্ত্র হয়েছে
সৈনিক হয়েছে খাতা
খাতা-কলমে তৈরী হয়েছে,
কতই না ইতিহাসের পাতা।
দুজনেই যখন দুজনের জন্য
চল্ বন্ধুত্ব করি আয়,,
একসাথেই নয় যাবো থেকে
অন্য কোনো পাতায়।।
Subscribe
Login
0 Comments
Oldest