গ্যাস বেলুন – অসীম চক্রবর্ত্তী
তীব্র বেগে ছুটছে বাতাস বহিছে ঝড়ো হাওয়া
আকাশপাড়ের দুঃস্বপ্ন করছে আমায় ধাওয়া
সুতোয় বাঁধা গ্যাস বেলুনে পড়েছি আমি ঝুলে
ভীষণ বেগে মহাশূন্যে যাচ্ছে নিয়ে তুলে।
গ্যাস ফুরলেই গ্যাস বেলুনের লুপ্ত সকল ধার
আমার জীবন ধাঁধায় রাখে গ্যাস বেলুনের ভার।
দুলছে কভু কাঁপছে কভু কমছে গ্যাসের ভার
তবুও বেলুন চাইছে উড়তে করতে আমায় পাড়।
উল্টে গেলেও সোজা হওয়ার চেষ্টা বারংবার
দেখছি ঝুলে গ্যাস বেলুনের হার না মানা হার।
গ্যাস ফুরনোর আগেই বেলুন চাইছে প্রাণের পাড়
আমার জীবন আশায় রাখে গ্যাস বেলুনের ভার।
ভোরের বেলায় খোকার খেলায় নিদ্রা ভাঙিল ডাকে
দুঃখী আমার স্বপ্ন কাটে ঘোর কাটেনা ফাঁকে।
ট্রেনের আওয়াজ পাচ্ছি বাবা কখন ফুরিয়েছে রাত
কারখানা যে খুলেছে ওদের, খাবো যে আবার ভাত!
চাকরিটা যে আর নেই আজ, দেবেনা কাজের ভার
এই বয়সে কে দেবে কাজ, নেবে যে খোকার ভার?
দৈন আমি চুপটি আবার যাই স্বপ্নের পাড়ে
জীবন কি মোর হারিয়ে যাবে দৈনতার ঐ ভারে?।।