জীবনের চিহ্ন নিয়ে
জীবনের চিহ্ন নিয়ে
—————-
কোনো এক নির্জন দূপুরে চিলেকোঠার ঘরে
কেমন বর্নণা দিই,রাজকীয় হাসি তোমার মুখে
সম্মুখে আমার ,নিভৃত চেতন শূন্য ,তুমি ছিলে বসে
নিবন্ধ ঘরের আগল ,বিষাদের ছায়ামুখ আমার
সমুদ্রের ঢেউ হৃদয় জুড়ে তপস্বিনীর মুখ
চির বিদায় ক্ষণে,যেন অচেনা সব
আকাশ ভেঙে পড়লে যেমন।
মুহূর্তের অবসরে ভুলে গেছি ছিল তোমার পথ ভিন্ন
গৃহস্থের পাশে ,শুধু নিয়ে যাবে গর্ভধানে
এক নুতন জীবনের চিহ্ন ,চলে যেও তবে
নিজ স্বভাবে সহাস্যে তর্জমা নিয়ে ,সুখে থেকো
আমার কবিতা বুকে নিয়ে স্বর্গসুখে।।
রামপ্রসাদ দাস
গ্রাম-পোক পাড়ি
পোস্ট +থানা- বজ বজ জন
জেলা- দক্ষিণ চব্বিশ পরগনা
সূচক- ৭০০১৩৭। রাজ্য পশ্চিম বঙ্গ ভারত
যোগাযোগ – ৮৯০২০০০৩৮২