ঝিনুক রতন
ঝিনুক রতন
তোমার কথায় তোমার ছবি মধ্যরাতে আঁকতে বসি
মুগ্ধ কর ওই এলো চুলে সাজাব তাই জোনাকিদের ডাকতে বসি
তোমার কথায় তোমার ছবি আঁকতে বসি
কিন্তু একি তখন দেখি বিষন্নতায় মুখখানা ভার মন খারাপে
বুক মুখ আর হৃদয় তোমার পুড়ছে যেন মনরই এক উষ্ণ তাপে
পালিয়ে আসি ছাদের উপর চাঁদের আলোয়
নীরব ভাবে
মন বলছে মেসের ছাদে দাঁড়াও যদি আমায় তুমি দেখতে পাবে
বুঝবে তুমি হারিয়ে গেছে লুকোনো সব মনের ব্যমো
দক্ষিণা সে শীতল হাওয়ায় হাত বাড়িয়ে আরো যদি একটু নামো
আসবে দেখো শীতল শীতল ফুলের ঘ্রাণে রাজার পরি
ঠোঁটের ওপর ঠোঁট আঁকি ,আর আঙুল থেকে হাত ধরি
চলনা এক পার্কে বসি হাত ধরে আজ অন্য কোথায়
তোমার কাঁধে মাথা রাখি জেগে থাকি তোমার কথায়
কেউ জানে না কোথায় আমরা বাঁধছি বাসা
মনের ভেতর শিরায় বাধা সে ঘর খাসা
সে ঘরের দুই কারিগর আমরা যেন বাবুই পাখি
কৃষ্ণপক্ষ জীবন কাটে গাছের পাতায় রাত জোনাকি
মাতলা বুকে ঘুমিয়ে পড়ুক কয়েকশো বোট
সুন্দরী গাছ দেখতে দেখতে হোক না বুড়ো অশ্বত্থ বট
জোয়ার এসে জোয়ার নামুক তোমার আকাশ জুড়ে কালো চুলে
আমরা তখন ঘুমিয়ে গেছি ভেজা বোটে নদীর বুকে নোনা জলে
মেসের থেকে পালিয়ে গেছো মুখে মুখে রটল খবর
তছনছ করে খুঁজতে খুঁজতে ভাঙতে ভাঙতে গোটা শহর
হন্নে হবে গোটা শহর কলকাতার ওই থানা পুলিশ
আমরা তখন লোক আড়ালে ছিড়ছি কাঁথা বালিশ
আমরা শুধু বেঁচে আছি প্রেমের আলিঙ্গন
তোমায় বুকে মনের সুখে জড়িয়ে ধরি ,এ সম্পর্কের নাম রেখেছো ঝিনুক রতন ।।
…….@চিরঞ্জিৎ