মায়ের শাড়ির রঙ বদলায়

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

পৃথিবীর সবটাই আপেক্ষিক,
মৃত্যুও ঠিক সেই রকম—
তবু কেমন যেন ভুলে যাই,
মায়ের শাড়ির রং পাল্টায়,
আর তার সঙ্গে পাল্টায়
হাঁটাচলা, কথা বলার ঢং,
এইভাবে ফিকে হয়ে আসে গোটা জীবন।

গাছ মাটির তলা থেকে শিকড় ছড়ায়,
প্রকৃতির নিয়মে সব বাঁধা,
মৃত্যু আর জীবন—
সবটাই যেন একেকটা দৃশ্য,
নাটকের পর্বের মতো।

দরজার পাশে ফাঁকা চেয়ার পড়ে আছে,
শুধু প্রাণটুকু নেই,
ধোঁয়া ধোঁয়া চোখে মনটা ভিজে যায়,
প্রথমে দাদু, তারপর বাবা,
তারপর হয়তো আমি—
আর মায়ের শাড়ির রং পাল্টায়।

মা সবটাই দেখছে,
তার শাড়ির রঙে লেখা আছে আমাদের গল্প।

0

Publication author

0
জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ
ধন্য হল ধন্য হল মানবজীবন…ཐི༏ཋྀ
Comments: 0Publics: 7Registration: 22-10-2024
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।