শিশুর আর্তনাদ– (ছোটদের কবিতা)–অসীম চক্রবর্ত্তী
উপহাস বটে এই সব আয়োজন
শিশু দিবস পালনের নামে
কিছু উপহার কিছু বিনোদন
এটাই কি এর মানে?
তুমি পাতো দুই কান কোণে কোণে
দিকে দিকে মোর এই দেশে
সব ক্ষুদার্ত শিশুর নীরব কান্না
আসছে বাতাসে ভেসে।
যে হাতে আজ ধরতো কলম
জ্বালাতো আলোর শিখা
সেই হাতে আজ শ্রমের শিকল
মুছেছে জীবন রেখা।
তোমরা ভাবোতো কতো শত শিশু
চারিদিকে মোর এই দেশে
হিংস্র মানব অত্যাচারে
জীবন গিয়েছে ভেসে।
নাওনা তুমি একটি শিশুর সুরক্ষা
তোমার নিজের শেষে।
শৈশব খানি ভরিয়ে আলোতে
একটু আদর, একটু ভালবেসে।
ওগো মহান তুমি যীশু
আজ ভাল নেই মোরা শিশু
আজ ভাল নেই যেন কিছু
দুই চোখ বেয়ে এল জল
অবাক নয়নে অভিমানী শিশুর
দুই চোখ ছলছল।।
Subscribe
Login
0 Comments
Oldest