শুঁকনো ফুলের গন্ধ
🌸শুঁকনো ফুলের গন্ধ🌸
সারাটা পথ ধূ ধূ করে..
রোদেলা বেলা আঁকিবুকি কাটে আঁকে বাঁকে।
তোমার যাবার পথ, শুধুই মসৃণ!
কোন অভিমান জমা নেই তাতে।
রাস্তার পাশে যে ফুল ফুটুক আজ ..
তোমার চলে যাওয়া ঠিক যেন বসন্ত ।
তবে বড়ো একলা সে ..!
রোদেলা বেলা ফুলেদের আদর করেছে হয়তো,
কিন্তু, তোমার চলে যাওয়া ওদের পুড়িয়ে দিয়েছে..
শুষে নিয়েছে ওদের গন্ধ..
বাতাসে আজ তাই পোড়া পোড়া এক গন্ধ
ভালোবাসা একা দাঁড়িয়ে আমার পাশে..
বড়োই বিষন্ন দেখালো তাকে!
আঁকিবুকি চোখে তাকিয়ে কী দেখে কে জানে..!
ধূ ধূ পথে তোমার ছায়া হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে..
আর..!
বাতাসে বেড়ে চলেছে শুকনো ফুলের গন্ধ..!
#মন_সায়রের_পারে