অপ্সরা
রাতের তিমিরে ভেসে ওঠো চাঁদ হয়ে পূর্ণিমার,
বেলীফুলের গেঁড়ুয়া খোঁপায় এলোকেশ বাহারে –
কাশ্মীরী আপেল রাঙা গাল দু’টো তোমার আহারে!
ডলডল মুখে যেন ছেয়ে গেছে ফুল নক্ষত্রের।
বেণু বীণায় কাঁপন তুলো হৃদয়ে ঝড় উল্লাসী!
উড়ন্তপনা বাড়ন্ত মেয়ে তুমি দোহারা গড়ন,
আসমুদ্র-হিমাচল পাড়ি দিবো তোমাকে বরণ।
অনুভবে ধমনীর রক্ত উজানে ওঠে বিধ্বংসী।
হেথায় স্মরি হোথায় খুঁজি নির্ঝর ঝর্ণার জলে,
চিলের চোখে সৈকতে পাথরনুড়ি সন্ধান করে–
আবছা আলোয় মায়া জাগাও মন বিরহে গলে,
বড় আদরে ঝিনুক-মনে শ্রমে-ঘামে মুক্তো গড়ে।
নশ্ব পৃথিবীর খেল খপ্পরে পোঁতা জঞ্জাল ঠেলে,
অপ্সরা এসে পরাণে দাও মনোহারী সুর ঢেলে ।।
Subscribe
Login
0 Comments
Oldest