ফাগুন
ফাগুন
হাকিকুর রহমান
ফাগুন আসিলো ফিরে
ঝরা পাতার মর্মর ধ্বনি গেলো থামি,
দখিনা হাওয়ার পরতে পরতে শিহরিত প্রাণ
নীলাকাশ থেকে যেন অমৃতধারা আসিল নামি।
বনে বনে ফুটিলো অগনিত ফুল,
দৃষ্টি ভরালো শিমুল, পলাশ, বকুল।
কৃষ্ণচূড়ার রঙেতে, সাজিলো প্রকৃতি
রাঙিলো অধরা ধরা,
সেকি অপরূপ মোহনীয় লাগে
হলো যে হৃদয় ভরা।
কুলুকুলু রবে ধীরে বহে নদী
মোহিত করে দু’নয়ন,
বর্ণিত করিতে গর্বিত লাগে
সমৃদ্ধ হয় যে কবিতার চরণ।
Subscribe
Login
0 Comments
Oldest