ডাকচিঠি-১১
অংশ-১১
আমার শহরে রক্তক্ষরণ
তোমার শহর স্মৃতির চাদর
ক্ষণকা ক্লেশার্জিত যন্ত্রণা
বিরাম-চিহৃ এঁকে দেয় মেঘের আড়ালে-
সহসা আমি বুঝতে না পেরে
পৃথিবী হয়ে যায় প্রেমের মানচিত্র।
সেই অতীত ডাকচিঠি, নীলাকাশ
হলুদ বসন্তের ছোঁয়া আজও
দোলা দেয় হৃদয়ের গভীরে-
তারপর রাত্রি নামে ঘুমিয়ে যায়
মিশরের পিরামিড মমির সমাধি
আমার ঘুমের মধ্যে জাগে।
আমার সকল প্রার্থনা
প্রেমেতে হয় পূরণ
তবুও প্রান্তর উষ্ণমেরু
নিরালা মন প্রাসঙ্গিক প্রাণদণ্ড।
আমার চোখ থেকে লাল প্রহর
কালকুট হয়ে ফিনকি দিয়ে ঝরে পড়ছে
দূরের মিনারে মিলনান্ত নাটক
মর্মভেদী হয়ে অনুষ্ঠিত হচ্ছে!
১২/০৯/২০২১
Subscribe
Login
0 Comments
Oldest