ঠোঁটের এক-তৃতীয়াংশ (১) “প্রেমের কবিতা”
ঠোঁটের এক-তৃতীয়াংশ স্পর্শের পর
ঠিক বুঝেতে পারিনি মরিচ আর শুকনো লংকার পার্থক্যটা
এরপর
অভিধান খুঁজে হয়রান হয়েছি কিন্তু এমন কোনো শব্দ চাই
যা দিয়ে রুচি, তোমাকে একটা রোদ্দুর উপহার দিতে পারি
জানি প্রখর সান লাইটে তোমার এলার্জি
কিন্তু দেখে নিও
যেদিন পুরোপুরি নিষিদ্ধ অংশটির স্বাদ নিতে চাইবে
হ্যাঁ সেই দিনই পাহাড় চূড়ো থেকে নেমে আসবে কোনো অজানা নদী
Subscribe
Login
0 Comments
Oldest